নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে সরকারি সফর শেষে বুধবার বিকেলে (স্থানীয় সময়) দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
সূত্র জানায়, বিমানটির আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন।
গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন:
নিশ্চিন্তপুরে প্রতিপক্ষের ক্ষমতার দাপটে অবরুদ্ধ পাঁচটি পরিবার
ভূমিহীন প্রতিবন্দ্বীর খাসজমি দখলে মরিয়া প্রভাবশালী মহল
আগস্ট ৮, ২০১৯ at ০১:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফএস
Comments are closed, but trackbacks and pingbacks are open.