Take a fresh look at your lifestyle.

এবার ভারতের বিমানবন্দগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি

Get real time updates directly on you device, subscribe now.

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য হুমকি দিয়েছে পাকিস্তান।

শুধু তাই নয় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে দেশে ফেরত যেতে বলা হয়েছে।

অন্যদিকে ভারত বলছে, পাকিস্তানের ওপর তারা বিশ্বাস রাখতে পারছে না। তাই বুধবার থেকেই ভারতের ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও চারটি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।
দেশদর্পণে আরও পড়ুন: উত্তপ্ত কাশ্মীর: ফের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে

বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে ইমরান খান বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। একই সঙ্গে কাশ্মীরে ভারতের জাতিগত নিধনের আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

আগস্ট ৮, ২০১৯ at ১১:১৯:০১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: