পরিবারের প্রয়োজনে ঈদে ডাবল ধামাক্কা-এসি কিনলে লাখ টাকা অফারে ওয়াল্টনের ১.৫ টন একটি এসি ক্রয় করে লাখ টাকা পুরস্কার ক্যাশ ভাউচার জিতলেন সিরাজগঞ্জের মেয়ে মোছাঃ আফরোজা ইয়াসমিন লিজা।
এসি কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিষ্ট্রিশন করেছিলেন তিনি। আর এর দৌলতে লিজার পরিবারের এখন আনন্দের বন্যা।
ওয়ালটনরে পুরস্কার জয়ী আফরোজা ইয়াসমিন লিজা বলেন, ৭ আগষ্ট সিরাজগঞ্জ শহরের খেদন সর্দার মোড়ে অবস্থিত ওয়ালটন প্লাজা শো-রুম থেকে একটি এসি ক্রয় করি। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিষ্ট্রিশন করে লাখ টাকার মেসেজ পান নিজ
মোবাইলে এসএমএস-এ।
পরে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ী লিজাকে ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ রাশেদুজ্জামান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জোনাল এরিয়া ম্যানেজার এমএস দ্বীন ইসলাম, ওয়ালটন সার্ভিস
সেন্টারের ইনচার্জ মোঃ রাসেল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগস্ট ৮, ২০১৯ at ১১:১৫:০১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.