যশোরের চৌগাছায় পাট চাষ করে বিপাকে এ অঞ্চালের হাজারো চাষি ।অনেক দিন ধরে বৃষ্টিপাত না হবার জন্য খাল-বিল,নদী-নালা এমনকি পুকুরেও পানি না থাকায় পাট কেটে জাগ না দিতে পেরে হতাশ হয়ে দিন কাটাচ্ছে এ অঞ্চালের হাজারো কৃষক ।
আষাঢ় মাস কেটে গেলেও এক ফোটা বৃষ্টির দেখা মেলেনি, মাঝে মাঝে আষাঢ়ের শেষে দুই এক ফোটা বৃষ্টির দেখা পেলেও লাভ হয়নি পাট চাষিদের ।তবে শ্রাবণের শেষে কোন রকম বৃষ্টির দেখা পাওয়া গেছে যাহা কৃষকের কোন কাজে আসেনি, কারণ সেচ পাম্পের সাহায্যে ইতি মধ্যে এই উপজেলার ১৬৫০০ হেক্টর জমিতে ধান চাষের কাজ প্রায় শেষ হয়েছে । যদিও সেচের পানি সাহায্যে জমিতে ধান চাষ করা যায়, কিন্তু পাট জাগ দিতে তো অনেক পানির প্রয়োজন হয় । কোন রকম ভাবেতো পাট জাগ দেওয়া যায়না ।
আষাঢ় মাস কেটে গেলেও এক ফোটা বৃষ্টির দেখা মেলেনি, মাঝে মাঝে আষাঢ়ের শেষে দুই এক ফোটা বৃষ্টির দেখা পেলেও লাভ হয়নি পাট চাষিদের ।তবে শ্রাবণের শেষে কোন রকম বৃষ্টির দেখা পাওয়া গেছে যাহা কৃষকের কোন কাজে আসেনি, কারণ সেচ পাম্পের সাহায্যে ইতি মধ্যে এই উপজেলার ১৬৫০০ হেক্টর জমিতে ধান চাষের কাজ প্রায় শেষ হয়েছে । যদিও সেচের পানি সাহায্যে জমিতে ধান চাষ করা যায়, কিন্তু পাট জাগ দিতে তো অনেক পানির প্রয়োজন হয় । কোন রকম ভাবেতো পাট জাগ দেওয়া যায়না ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার সুখপুকুরিয়া, হাকিমপুর, নারায়ণপুর, স্বরুপদাহ, ধুলীয়ানি, সিংহঝুলি,জগীদেশপুর,চৌগাছা, পাতিবিলা, ফুলসারা, পাশাপোল ইউনিয়নসহ পৌর এলাকায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে তোষা জাতের পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে। এ বছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৪০ মেট্রিক টন। পাট চাষে অন্য সব ফসলের তুলনায় খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি হবার ফলে এই উপজেলার হাজারো কৃষক পাট চাষে ঝুকে পড়েছে ।
Related Posts
উপজেলার সম্মলিত ধুলীয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল আলীম জানান, আমাদের এই অঞ্চালে বাওড় থাকার ফলে, পাট চাষিদের তেমন একটা ঝামেলা পোহাতে হয়না তাই এই অঞ্চালের চাষিদের একটু আগ্রহ বেশি ।
কয়ারপাড়া গ্রামের আলী বক্সের ছেলে আমিনূর ইসলাম জানান, পাট জাগ দেবার জায়গা না পাবার কারণে আমরা পাট কাটতে পাচ্ছিনা বড় বিপদে আছি ।
কয়ারপাড়া গ্রামের আলী বক্সের ছেলে আমিনূর ইসলাম জানান, পাট জাগ দেবার জায়গা না পাবার কারণে আমরা পাট কাটতে পাচ্ছিনা বড় বিপদে আছি ।
আগস্ট ৮, ২০১৯ at ১১:২০:০১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.