নওগাঁর রাণীনগরে বিবদমান জমিতে ধান রোপনকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে এক মহিলাসহ অন্তত: তিনজন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার রঞ্জনিয়া এলাকায় ।
জানাগেছে, উপজেলার সিংড়াগাড়ী গ্রামের আনিছার রহমানের স্ত্রী হাসিনা বিবি একই এলাকার রঞ্জনিয়া গ্রামের তছির উদ্দীন মন্ডল গংদের নিকট থেকে ২.৪১ একর জমি কিনে নেয় । এর পর থেকে ওই গ্রামের মৃত পারেশ আলীর ছেলে মুঞ্জুর সরদারের সাথে প্রায় ১৯ বছর ধরে মালিকানা নিয়ে আদালতে মামলা চলে আসছে।
এমতবস্থায় বৃস্পতিবার সকালে আনিছার রহমান ও তার লোকজন জমিতে ধান রোপন করতে গেলে মুঞ্জুর রহমান ও তার লোকজন বাধা দেয় । এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে আনিছার রহমান (৪৮), স্ত্রী হাসিনা বিবি (৪২), ভাই আব্দুল কুদ্দুছ (৪৫) আহত হয়। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমির মালিক দাবিদার আহত আনিছার রহমান জানান, ২০০১ সালে জমি কেনার পর থেকে আদালতে মামলা চললেও আমাদের দখলে রয়েছে। ওই জমিতে ধান লাগাতে গেলে মুঞ্জু ও তার লোকজন আমাদের উপর হামলা করে বেদম মারপিট করেছে ।
এব্যপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, মারপিটের ঘটনা শুনেছি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।
আগস্ট ৮, ২০১৯ at ১৬:৪১:৩৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.