জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী গ্রামের পার্শ্ববর্তী একটি বাগান থেকে আসাদ্জ্জুামান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে।
নিহত আসাদুজ্জামান জয়পুরহাট সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার কাজী মোহাম্মদ আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, গতকাল বুধবার বিকেলে আসাদুজ্জামান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। এ ব্যাপারে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া না গেলে তার স্বজনরা গত রাতেই জয়পুরহাট থানায় বিষয়টি জানান।
দেশদর্পণে আরও পড়ুন: জমিতে ধান রোপণকে কেন্দ্র করে মারপিটে তিন জন আহত
পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দূবৃর্ত্তরা মৃতদেহটি ফেলে রেখে পালিয়ে যেতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ৩টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
আগস্ট ৮, ২০১৯ at ১৭:১৪:৫২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.