চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোশপুরে ঝিনাইদাহ র্যাব- ৬ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের জলিল মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৪০) এবং ঝিনাইদহ মহেশপুর উপজেলার গুড়দা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে রাসেল(১৮)।
দীর্ঘদিন ধরে তারা জীবননগর উপজেলায় মাদকের বড় চালান পাচার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলায় আটক করতে সক্ষম হয়।
দেশদর্পণে আরও পড়ুন: জ্বরের রোগী নিয়ে যশোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রীতিমত চলছে বাণিজ্য
এ বিষয়ে এ বিষয়ে ঝিনাইদহ অ্যাপস এর পরিচালক এএসপি মাসুদ আলম জানান, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবং ফেন্সিডিলসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করতঃ ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-ই(২) ধারার মামলা করা হয়।
আগস্ট ৮, ২০১৯ at ১৭:৫৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.