ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় এন.কে.আর পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশদর্পণে আরও পড়ুন: ১৪ পদে জনবল নেবে কৃষি সম্প্রসারণ অধিদফতর
উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারুক আহম্মেদ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আগস্ট ৮, ২০১৯ at ১৮:৪১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.