পাকিস্তানের কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেফতার করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।
বৃহস্পতিবার পাকিস্তানের পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়েছে।
এনএবি সূত্র জানায়, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দেশদর্পণে আরও পড়ুন: সংসদে মন্ত্রী-এমপির মারামারির চেষ্টা!
পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।
এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, আগামীকাল সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে।
আগস্ট ৮, ২০১৯ at ১৮:৩০:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.