Take a fresh look at your lifestyle.

এক দিনেই গলল ১১ বিলিয়ন টন বরফ, আতঙ্কে বিজ্ঞানীরা

Get real time updates directly on you device, subscribe now.

দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। এর ফলে বিশ্বে দেখা দিয়েছে উষ্ণায়ণ। এই বৈশ্বিক তাপমাত্রায় সবচেয়ে ভয়ংকর অবস্থা গ্রিনল্যান্ডে। গ্রিনল্যান্ডে এক দিনেই বরফ খণ্ড গলেছে ১ হাজার ১০০ কোটি টন (১১ বিলিয়ন)। বরফ গলে পানি হয়ে যাওয়ার এ খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন বিজ্ঞানীরা।

গলে যাওয়া বরফের পরিমাণ অলিম্পিকের ৪৪ লাখ সুইমিং পুলের সমান। গত চার মাস ধরে সেখানে বরফ গলছে। ২০১২ সালের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি হারে বরফের গলে যাওয়া।

অবশ্য গ্রিনল্যান্ডে বরফ গলার ঘটনা আশ্চর্যের কিছু নয়। সাধারণত গ্রিনল্যান্ডের বরফ গলে গ্রীষ্মেই। তবে এ বছর একটু আগেই বরফ গলতে শুরু করেছে। চার মাস ধরে সেখানে বরফ গলছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে মেরু প্রদেশ নিয়ে গবেষণা করা ডেনমার্কের ওয়েবসাইট ‘পোলার পোর্টাল’ এবং ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ এ তথ্য জানানো হয়।
দেশদর্পণে আরও পড়ুন: যে ছবি নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ ধরেই অর্থাৎ এক সপ্তাহ গ্রিনল্যান্ডের বরফ অতিরিক্ত হারে গলেছে। এর মধ্যে গত ৩১ জুলাই বরফস্তরের উপরিভাগের ৬০ শতাংশ গলে গেছে। এতে প্রায় ১১ বিলিয়ন টন বরফ সুমেরু মহাসাগরে মিশে গেছে।

ডেনমার্কের আবহাওয়া ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী রুথ মোট্রাম জানিয়েছেন, গত জুলাই মাসে গ্রিনল্যান্ডের ১৯৭ বিলিয়ন টন হিমবাহ গলে পানিতে মিশে গেছে। এর ফলে মাত্র এক মাসে সমুদ্রের পানির বৃদ্ধি হয়েছে প্রায় ০ দশমিক ১ মিলিমিটার বা ০ দশমিক ০২ ইঞ্চি। এর পরিমাণ অলিম্পিকের ৮ কোটি সুইমিং পুলের সমান।

আগস্ট ৮, ২০১৯ at ২০:১১:২৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: