ঝিনাইদহের কোটচাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানার সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।
দেশদর্পণে আরও পড়ুন: ফলাফল পর্যালোচনাসহ কর্ম পরিকল্পনা নিয়ে নাভারণ কলেজ শিক্ষকদের সাথে আফিলের মতবিনিময়
এসময় উপস্থিত ছিলেন, তথ্যসেবা সহকারী মোছাঃ মমতাজ, তথ্যসেবা সহকারী মোছাঃ শারমিনসহ উপজেলা তথ্যসেবার আওতায় সেবা গ্রহনকারী বিভিন্ন শ্রেণী পেশার নারীরা।
আগস্ট ৮, ২০১৯ at ২০:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.