Take a fresh look at your lifestyle.

ঝিকরগাছায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Get real time updates directly on you device, subscribe now.

ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঝিকরগাছা আলিয়া মাদরাসা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন >>> ঈদকে সামনে রেখে ব্যস্ত কামার শিল্পীরা

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

আরো পড়ুন >>> অনলাইনে হয়রানির শিকার? জেনে নিন করণীয়

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ও যুবনেতা, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ ঝিকরগাছা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।

এ সময় সাংসদ নাসির উদ্দীন বলেন- ১৫ আগস্ট শোককে শক্তিতে রুপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে যুবলীগকে ভুমিকা রাখতে হবে।

ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ যশোর জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আজহার আলী।

অনুষ্ঠিানে ঝিকরগাছা উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগস্ট ৮, ২০১৯ at ২১:২৫:৪০ (GMT+06)
দেশদর্পণ/আহা/এসজেএস/আক

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: