Take a fresh look at your lifestyle.

সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য এই রাস্তা

Get real time updates directly on you device, subscribe now.

সামান্য বৃষ্টি হলেই পানি-কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পশ্চিম মণিরামপুরের প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজার।

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের ভিতরের বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় পানি-কাদা। ফলে অস্বস্তিকর পরিবেশে চলাচল করতে মারাত্মক অসুবিধায় পড়ছে বাজারে আসা রাজগঞ্জ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনেরা। বাজারের বিভিন্ন ছোট ছোট রাস্তাগুলোয় সর্বক্ষণ পানি-কাদা জমে থাকে।

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্ট হলেই সৃষ্টি হয় পানি-কাদা। এতে চরম বিড়ম্বনায় পড়তে হয় আমাদের।
সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই বাজারের কাঁচা বাজার, মাছ বাজার, গুড় পট্টি, জুতা পট্টি, স্কুল রোড, চাউল পট্টিসহ গুরুপ্তপূর্ণ রাস্তাগুলোয় পানি-কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার দু’ধারে কোনো ড্রেন নেই। রাস্তার মাঝখান নিচু, তাই পানি জমে থাকে। স্কুল রোডের অবস্থা আরো করুন। এই রোডে ইটের সোলিং ছিলো। সেই ইটের সোলিং এর উপর কাদা জমতে জমতে কাঁচা রাস্তায় রুপ নিয়েছে। ধান বাজারের অবস্থাও একই।
দেশদর্পণে আরও পড়ুন: এক দিনেই গলল ১১ বিলিয়ন টন বরফ, আতঙ্কে বিজ্ঞানীরা

এ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কপোতাক্ষ নদের অববাহিকা অপরুপ সুন্দর্য্যে মন্ডিত ঝাঁপা বাওড়ের তীরে অবস্থিত প্রচীনতম বাণিজ্যিক শহর রাজগঞ্জ বাজার। এই বাজারটি অবহেলিত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন।

দেখা গেছে, রাজগঞ্জ হাইস্কুল রোড দিয়ে প্রতিদিন উক্ত স্কুলে অধ্যায়নরত প্রায় এক হাজার দুই শত কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। তারা খুব অসুবিধার মধ্যে সকাল-বিকাল যাতায়াত করে। চলাচলরত অনেকেই অনেক সময় পানি-কাদার মধ্যে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতির হাত থেকে রেহাই পেতে বর্তমান দেশ পরিচালনায় সফল দেশনেত্রী শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

আগস্ট ৮, ২০১৯ at ২১:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএইচবি/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: