জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পক্ষে সাফাই গাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলে কাশ্মিরবাসী লাভবান হয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন।
৩৭০ ধারা খারিজের পর এই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রায় ৪০ মিনিট ধরে দেয়া ভাষণে মোদি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। বল্লব ভাই প্যাটেল থেকে বিআর আম্বেদকর, এসপি মুখার্জি, অটল বিহারি বাজপেয়ী এবং কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ হয়েছে। জম্মু-কাশ্মীরে নতুন যুগের সূচনা হয়েছে। এখন দেশের প্রত্যেকেই সমান অধিকার এবং সুবিধা ভোগ করবেন। আমি জম্মু-কাশ্মীর, লাদাখ এবং দেশের সব মানুষকে অভিনন্দন জানাই।
যা যা বললেন প্রধানমন্ত্রী–
৩৭০ ধারা ও ৩৫ এ ধারার জন্য জম্মু-কাশ্মীরের যাবতীয় সমস্যার কারণ।
দেশের অনেক আইনের সুবিধা জম্মু-কাশ্মীরের মানুষ পাননি।
সংরক্ষণের সুবিধা মেলেনি এতদিন। সাফাইকর্মী থেকে স্কুল পড়য়ারা অনেক সুবিধা পাননি।
দেশদর্পণে আরও পড়ুন: সংসদে মন্ত্রী-এমপির মারামারির চেষ্টা!
নতুন ব্যবস্থায় যাবতীয় সুবিধা দেওয়া হবে।
রাজ্য সরকারের কর্মীরা এখন থেকে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো যাবতীয় সুবিধা পাবেন।
সব দফতরের শূন্যপদ পূরণ করা হবে।
আপাতত জম্মু-কাশ্মীর কিছু দিনের জন্য কেন্দ্রের অধীনে থাকবে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও জম্মু-কাশ্মীরে রাজ্য সরকার ক্ষমতায় আসবে। বেশিদিন কেন্দ্রশাসিত অঞ্চল রাখা হবে না।
রাজ্য পুলিশ এতদিন অনেক সুবিধা পেত না। সেই সব প্রকল্প চালু করবে কেন্দ্র।
এতিদন জম্মু-কাশ্মীরের বহু মানুষের বিধানসভা ও অন্যান্য স্থানীয় ক্ষেত্রের নির্বাচনে ভোটাধিকার ছিল না। এবার সেই অধিকার মিলবে।
দেশদর্পণে আরও পড়ুন: ধোনিকে দেখেই ক্ষেপে গেলেন কাশ্মীরিরা
আতঙ্কবাদ ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব থেকে মুক্ত হবে কাশ্মীর।
দ্রুত ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন শুরু হবে।
সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার থাকবে।
কাশ্মীরে আবার সিনেমার শ্যুটিং শুরু হবে। দেশের সব ফিলম ইন্ডাস্ট্রির কাছেও এই জন্য অনুরোধ রাখছি।
জম্মু-কাশ্মীরে খেলধুলার সুযোগ বাড়ানো হবে। স্পোর্টস অ্যাকাডেমি হবে, স্টেডিয়াম হবে।
জম্মু-কাশ্মীরে ঈদ পালনে কোনও সমস্যা হবে না। সরকার সব রকমের সাহায্য করবে।
আগস্ট ৮, ২০১৯ at ২২:৩০:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.