ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে মোঃ জাহিদুল ইসলাম সুমন নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়েছেন। সে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া এলাকার মাহাতাব হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) ভোরের দিকে এ ঘটনা ঘটেছে ।
পারিবারিক সূত্রে জানাগেছে, নিখোঁজ জাহিদুল ইসলাম ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতে। বুধবার মধ্যে রাতে সে তার শ্বশুড় বাড়ি বরিশাল যাওয়ার জন্য ঢাকা থেকে রওনা হয়। কিন্তু পথে মধ্যে ফরিদপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর থেকে তার ব্যবহৃত মোবাইল (০১৭১৫-৫৫১৭৫১, ০১৭১৭৬৬৮১৩৭) বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যরা অনেক চেষ্ট করেও তার সঙ্গে কোন প্রকার যোগাযোগ করতে পারছে না।
এ ব্যাপারে ফরিদপুর থানা পুলিশ কে অবগত করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিলো।
আগস্ট ৮, ২০১৯ at ২৩: ০৩:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.