প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে । এ কমিটি গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে।
উপজেলা সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ কলাগাছি বাজারে দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য বলেন, গত ২৭ জুলাই সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। যে কমিটির ৪১ সদস্যের মধ্যে ২৯ জন জামায়াত-বিএনপির কর্মী-সমর্থক।
যারা বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গাছ কেটে সড়ক অবরোধ, দোকানপাট ভাংচুর, গাড়ী ভাংচুর ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারপিট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের নিয়ে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যে কোন সময় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। কলাগাছি বাজারে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের একটি নিজস্ব দলীয় কার্যালয়ে রয়েছে। যেখানে ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত থাকে। অথচ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অপর একটি আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে সংগঠনকে দ্বিধা-বিভক্ত করেছেন।
যা সংগঠন বিরোধী ও অ-সাংগঠনিক। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অসংগঠনিক কার্যকলাপের কারণে দলীয় নেতা-কর্মীরা তাঁদের নিকট থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় তাঁদের ইন্ধনে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।
তিনি এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বৃন্দসহ দলীয়-নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আগস্ট ৮, ২০১৯ at ২৩:৩০:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.