নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী যশোর জেলার সরষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন- নিহত মেহেদী হাসানের স্ত্রী রোকসানা বেগম (২২) ও অপর মোটরসাইকেল আরোহী বাবু হোসেন (৩০) ।
দেশদর্পণে আরও পড়ুন: গেটের ছাঁদ ভেঙ্গে পড়ে এক শিশুর মৃত্যু, তিন শিশু আহত
বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মোটরসাইকেল যশোরের সরষা যাচ্ছিল। এসময় মেহেরপুর থেকে নাটোরে আসা অপর মোটরসাইকেলের সাথে লালপুর উপজেলার গোধরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন। খবর পেয়ে হাওয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগস্ট ৯, ২০১৯ at ১৬:০১:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআরটি/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.