সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে আরো ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৬ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোঃ হুমায়ুন কবীর জানান, নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল গুলোতে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। নতুন করে আরো ২৬ জন রোগী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এসব হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। বাকিরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
দেশদর্পণে আরও পড়ুন: কাশ্মীরকে ঢেলে সাজাবে কেন্দ্র ঘোষণা নরেন্দ্র মোদির
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, ডেঙ্গু সচেতনতায় প্রশাসন কাজ করে যাচ্ছে। সভা, সমাবেশ ও র্যালীর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাসে ক্লাসে গিয়ে সচেতন মূলক বক্তব্য দেয়া হচ্ছে। যাতে করে ছাত্র-ছাত্রী ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকে।
আগস্ট ৯, ২০১৯ at ১৬:৪৬:৫৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.