চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে একজন ৬০ উর্দ্ধ বৃদ্ধা গলাই ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সবেদ আলী (৬০) দীর্ঘদিন যাবত হিজলগাড়ী বাজার সংলগ্ন জাগরনী ফাউন্ডেশনের সামনে তার মেয়ের বাসায় বসবাস করত। তিনি অনেক দিন যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ইত্যেমধ্যে ভারতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করছিলো পরিবারের লোকজন। গতকাল তার অসুখের যন্ত্রনা বৃদ্ধি পেলে বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ীর অদুরের আম বাগানে গিয়ে একটি আম গাছের সাথে রশি বেধে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে খবর পেয়ে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছে লামের সুরতহাল রিপোর্ট করে।
দেশদর্পণে আরও পড়ুন: বন্দুকযুদ্ধে পলাতক আসামী নিহত
এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ করবস্থ করার প্রক্রিয়া চলছিলো।
আগস্ট ৯, ২০১৯ at ১৬:২৩:১৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.