বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যেই জানিয়েছেন। হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর নেহা মানসিক অবসাদে ভুগছেন বলেও শোনা যায়। যা নিয়ে একাধিকবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন নেহা। কিন্তু বিচ্ছেদের পের আবারও কি নতুন করে সম্পর্কে জড়ালেন নেহা কক্কর?
নেহা কক্কর এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত বিভোর পরাশরের সঙ্গে। যা নিয়ে অনেক আলোচনাও চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিভোর পারাশর নিজেই। তিনি বলেন, নেহা কক্করকে তিনি ‘দিদি’ বলে সম্বোধন করেন। তার ইনস্টাগ্রামে একাধিকবার নেহা কক্করকে দিদি বলে সম্বোধন করেছেন। তা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে, প্রশ্ন তোলেন বিভোর। পাশাপাশি, তার ক্যারিয়ারের সফলতার পিছনে হাত রয়েছে নেহা। সেই সঙ্গে তার কঠোর পরিশ্রমও রয়েছে।
আগস্ট ১০, ২০১৯ at ১২:২২:২৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.