ট্যাঙ্কার থেকে তেল চুরির সময় বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হযেছেন। আহত হয়েছেন আরও ৭০ জন মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার তানজানিয়ায় বন্দর নগরী দার-এস সালাম থেকে দুইশ কিলোমিটার পশ্চিমের শহর মোরোগোরোতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথে সাথে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বিস্তীর্ণ এলাকাজুড়ে বিক্ষিপ্তভাবে উপরে উঠে ছরিয়ে পড়েছে, এবং লোকজনের দগ্ধ দেহ মাটিতে পড়ে আছে।
পুলিশ জানায়, লোকজন চলন্ত ট্যাঙ্কার থেকে তেল চুরির চেষ্টা করছিল। এসময় ব্যস্ত সড়কে ট্যাঙ্কারটি উল্টে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বহু মানুষ হতাহত হন।
দেশদর্পণে আরও পড়ুন: শিডিউল বিপর্যয়: বিলম্বে ছাড়বে যেসব ট্রেন
স্থানীয়বাসিরা জানান, পরিস্থিতি সত্যিই অনেক কারাপ। এখানে অনেক লোক মারা গেছেন। এমনকি যারা তেল চুরি করছিলেন না তারাও মারা গেছেন। এই ব্যস্ততম এলাকা হওয়ায় অনেক লোক মারা গেছেন। নিহতদের মধ্যে অনেক মোটর সাইকেল এবং ট্যাক্সি চালক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান উলিব্রড তাফুংগোয়া।
বন্দর থেকে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ মোরোগো। এটি দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। আফ্রিকার অঞ্চলে ট্যাঙ্কার এবং পাইপলাইন থেকে তেল চুরির জন্য লোকজন ঝুঁকি নেয়। ফলে এ ধরনের বিপর্যয় অহরহ ঘটে থাকে।
গত মাসেও নাইজেরিয়ার উত্তর বেনু রাজ্যে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৪৫ জন নিহত হন। গত মে মাসে নাইজারের রাজধানী নিয়ামিতে একই ধরনের ঘটনায় প্রাণ হারান প্রায় ৮০ জন মানুষ।
আগস্ট ১০, ২০১৯ at ২০:২৫:০৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.