যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন বনিফেসের উদ্যোগে পথশিশুদের মধ্যে ঈদ উপহার ও খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এসব সামগ্রী বিতরণ করা হয় ।
প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে এ উপহার সামগ্রী পথশিশুদের মধ্যে বিতরণ করেন।
বনিফেসের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন বনির সভাপত্বিতে ঈদ উপহার ও খেলাধুলা সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ফাতেমা আফরিন বিনা, আলমগীর হোসেন (১), সাজ্জাদ হোসেন, আরিয়ান হোসেন, আলমগীর হোসেন (২), রিনা খাতুন, ইমদাদুল হক, উশমি খাতুন, মোস্তাফিজুর রহমান, সুমাইয়া খাতুন, এসকে ফাহাদ ফারদীন প্রমুখ।
বেলাল হোসেন বনি দেশ দর্পণ কে বলেন, উপহার সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছেলে তিন জন ডেন্ডি আঠা খোর। তাদেরকে নেশার থেকে ফেরানোর জন্য ক্রিকেট খেলার সামগ্রী দেয়া হয়েছে ।
আগস্ট ১১, ২০১৯ at ০১:২৫:০৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.