এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ১১৩ জনের প্রাণহানি ঘটেছে। গত জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রায় ৮০ হাজার লোক এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
যদি মশাবাহিত এই রোগকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব না হয়, হবে বছর শেষে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উপ স্বাস্থ্যমন্ত্রী লি বুন চেই। (সূএ-স্ট্রেট টাইমস)
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গু রোগে ৭০ জনের মৃত্যু হয়েছিল। শহরাঞ্চলেই ৭০ শতাংশেরও বেশি লোক আক্রান্ত হয়।
বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২০১৭-২০১৮ সালে হ্রাস পেয়েছিল, কিন্তু ২০১৯ সালে রোগটির প্রকোপ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর বিশেষভাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে ২০১৫ সালে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। তখন এক লাখ ২০ হাজার ৮৩৬ ব্যক্তি মশাবাহিত এই সংক্রমণে ভুগছিলেন। আর মৃত্যু হয়েছিল ৩৩৬ জনের।
লি বলেন, ডেঙ্গু মহামারী থেকে রেহাই পেতে তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন। এক্ষেত্রে মশা প্রজননের কেন্দ্রগুলো ধ্বংস করছেন তারা।
তিনি আরও বলেন, ফিলিপিন্সে ডেঙ্গ টিকা ব্যবহার করা হয়েছে। কিন্তু মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায়ও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিমান ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই রোগের সংক্রমণ বেশি হচ্ছে।
আগস্ট ১১, ২০১৯ at ১০:৪৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ
Comments are closed, but trackbacks and pingbacks are open.