ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সবচেয়ে বড় কোরবানির পশুহাটের ইজারাদারকে ৩য় বারের মতো জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ আগষ্ট) বিকেলে কোরবানির পশুর হাটে অভিযান চালিয়ে ৩য় বারের মতো আশি হাজার একশত টাকা জড়িমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাণীশংকৈল এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা।
পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগে হাট ইজারাদার তোজাম্মেল হোসেনকে এ জড়িমানা করেন তিনি।
জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা করে টোল তুলছিলেন।খবর পেয়ে ইউএনও’র নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনেএসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা।
Related Posts
উল্লেখ্য, এর আগেও ঐ হাট ইজারাদারকে দুইবার জড়িমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় হাট ইজারাদার এ ধরণের দুঃসাহস দেখিয়ে বার বার একই ঘটনা ঘটিয়ে চলেছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, এস আই আমজাদ, এএসআই মিজানুর,নেকমরদ ইউপি তহসিলদার ভুপালাল চন্দ্র, নেকমরদ ইউপি সচিব প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.