পুলিশের এ কর্মকর্তা জানান, গত ১১ আগস্টের এ ঘটনায় ১০ জন এজহারনামীয়সহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে দুটি পৃথক মামলা করা হয়। টেলিযোগাযোগ আইনে র্যাব-২ এর পক্ষ থেকে একটি ও চাঁদার দাবিতে জিম্মি করে ছাগল ছিনতাই চেষ্টার ঘটনায় আরেকটি মামলা করেন ব্যবসায়ী সাইফুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট একদল ব্যবসায়ী যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ছোট-বড় বিভিন্ন রঙের মোট ২শ ১২টি ছাগল বিক্রির জন্য রাজধানীতে আসেন। ছাগলসহ ট্রাকটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা এলাকায় পৌঁছলে তাদের আটকে চাঁদা দাবি করেন স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। বাদানুবাদের একপর্যায়ে ছাগলগুলোকে ট্রাক থেকে নামিয়ে একটি ক্লাবঘরে ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস ও মোহাম্মদ মাসুদ মণ্ডলকে আটকে রাখেন।
সে সময়ই র্যাব-২ এর একটি টহল দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুমোদনহীন পশুর হাট তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। খবর পেয়ে দলটি ঘটনাস্থলে যায় ও জিম্মিদশা থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে। ভুক্তভোগীরা তিন ছিনতাইকারীকে শনাক্ত করেন। তারা হলেন ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও মো. রায়হান।
র্যাবের জিজ্ঞাসাবাদে হাতেনাতে আটকরা জানায়, এ ছিনতাই চেষ্টার ঘটনার মূল হোতা ছিলেন মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্না। এ ছাড়াও জসিম (২২), ইয়াসির আরাফাত (২৮), রায়হান (২৭), জাহিদ (২৯), রাতুল (২২), তানভীর (২০), হীরা (২০), তন্ময় (২৫) ও পারভেজ নামে কয়েকজন। অভিযুক্তরা লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করছিলেন ও নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন।
তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে মামলার আসামি মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
আগস্ট ১৬, ২০১৯ at ০১:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিকে/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.