ঝিনাইদহ সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় যাত্রীবাহী মাহেন্দ্রর দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও
শনিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর স্টেশন অফিসার দিলীপ কুমার জানান, ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী মাহেন্দ্রকে পেছন থেকে যশোরগামী বালিবোঝাই একটি ট্রাক চাপা দেয়।
আরো পড়ুন:
এতে মাহেন্দ্রটি উল্টে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর দুই নারী যাত্রী নিহত এবং আহত হন কমপক্ষে আটজন। আহতদের সদর ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাস্তার পাশে দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দমকল বাহিনীর ওই কর্মকর্তা।
অক্টোবর ১৯, ২০১৯ at ১৩:০১০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যুগা/ওমি
Comments are closed, but trackbacks and pingbacks are open.