Take a fresh look at your lifestyle.

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে ৩৪ পদে জনবল নিয়োগ

Get real time updates directly on you device, subscribe now.

বাংলাদেশ ওসনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্সবাজারের রাজস্ব খাতের অধীনে বিভিন্ন পদে মোট ৩৪ জনবল নিয়োগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনস্টিটিউট।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি এবং গবেষণা জার্নালে গবেষণা প্রকাশসহ নির্দিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া শিক্ষাজীবনে সব স্তরে অন্তত ২য় শ্রেণি থাকতে হবে।

যেসব পদে নিয়োগ:

১। পদের নাম: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার; গ্রেড-৪, স্কেল: ৫০,০০০-৭১,২০০/-

ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগ/এনভায়রনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে-০১টি;

খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে-০১টি;

গ. ক্যামিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি; এবং

ঘ. বায়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;

২। পদের নাম: সিনিয়র সায়েন্টিফিক অফিসার; গ্রেড-৬, স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-

ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগে- ০১টি;

খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;

গ. ক্যামিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;

ঘ. বায়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০২টি;

ঙ. এনভায়রনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে- ০১টি;

চ. ওসানোগ্রাফি ডাটাসেন্টারে- ০১টি

৩। পদের নাম: সায়েন্টিফিক অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগে- ০৩টি;

খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে- ০৫টি;

গ. কেমিক্যাল ওসানোগ্রাফি বিভাগে-০৪টি;

ঘ. বায়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০৫টি;

ঙ. এনভায়রনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে- ০৩টি;

চ. ওসানোগ্রাফি ডাটাসেন্টারে – ০১টি
আরো পড়ুন:
দৌলতপুর সীমান্তে গুলিসহ পিস্তল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত, উত্তাল ক্যাম্পাস

৪। পদের নাম: অ্যাকাউন্টস অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-, ০১টি।

৫। পদের নাম: মেডিকেল অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-, ০১টি।

প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। ক্রমিক নং ১, ২, ৩ নং পদের জন্য (পিএসও/এসএসও/এসও) এবং ৪ ও ৫ নং পদের জন্য সাধারণ আবেদন ফরম পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরমটি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (http://www.bori.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের ঠিকানা: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্ষ নং ৩১১, প্রকৌশল ভবন, বিসিএসআইআর ক্যাম্পাস, ডঃ কুদরাত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫’

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০১৯ তারিখের অফিস চালকালীন সময়ের মধ্যে সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে।

 অক্টোবর ১৯, ২০১৯ at ১৩:৫৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/ওমি

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: