চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বন্দর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত দুজন হচ্ছেন মো. আরিফ (৩৫) এবং তাঁর চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা। বন্দর থানাধীন নিমতলা এলাকায় তিনতলা ভবনের নিচতলার একটি ঘরে থাকতেন তাঁরা।
পুলিশ সূত্র জানায়, ওই ঘর থেকে বাবা ও মেয়ের লাশের পাশে রক্তমাখা ছোরা পাওয়া গেছে। গলায় ছুরিকাঘাতে দুজনের মৃত্যু হয়। সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন।
আরো পড়ুন:
পুজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৪, আটক ৫অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
২৮ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চাই: মোমিন মেহেদী
চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নিমতলা এলাকার একটি ভবনের নিচতলায় আরিফ তাঁর পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালী। এ ঘটনায় আরিফের স্ত্রী বিবি হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অক্টোবর ১৮, ২০১৯ at ২৩:২৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/ওমি
Comments are closed, but trackbacks and pingbacks are open.