সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতেযাত্রিবাহি একটি বাসে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদব্যাবসায়িকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।সোমবার ভোর রাতে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি একতা পরিবহনের একটি বাসে এইঅভিযান চালানো হয়।
আরো পড়ুন:
অভিযানে আটককৃত মাদক ব্যাবসায়িরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানারনলডুববী গ্রামের মৃত তাজমুল হোসেনের ছেলে জামাল হোসেন (১৯) ও একই উপজেলারনামোচোকপুর গ্রামের মহবুল হোসেনের ছেলে কাওসার হোসেন (১৫)।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আকতারুজ্জামান এই তথ্যনিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে জেলার সলঙ্গাথানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রিবাহি বাসে (ঢাকা মেট্রো-১৪-৮১৪৬)তল্লাসি করে জামাল ও কাওসারের নিকট থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করাহয়।
এ সময় ঐ দুই মাদক ব্যাবসায়িকেও আটক করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অক্টোবর ২১, ২০১৯ at ১৩:৫৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/অরা/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.