গ্র্যামির মঞ্চে ‘বোল্ড’ পোশাক পরে আলোচনায় এসেছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রীকে নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন তার স্বামী নিক জোনাস ট্রলের শিকার হলেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, সঙ্গীতের অন্যতম সেরা পুরস্কার গ্র্যামির মঞ্চে গান গাইতে ওঠেন ‘জোনাস ব্রাদার্স’ (নিক জোনাস, কেভিন জোনাস ও জো জোনাসের ব্যান্ড)। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস আয়োজিত এ অনুষ্ঠানে জোনাস ব্রাদার্সের গানের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।
ভিডিওতে দেখা যায়, নিক জোনাসের দাঁতের ফাঁকে খাবার আটকে রয়েছে। আর এ বিষয়টি নিয়ে অনেকেই নিককে ট্রল করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এ ট্রল নজর এড়ায়নি খোদ নিক জোনাসেরও। তিনিও মজা করে এ ট্রলের জবাব দিয়েছেন।
এদিকে, খোলামেলা পোশাক পরা নিয়ে প্রিয়াঙ্কার যে সমালোচনা করা হচ্ছে তার জবাব দেননি বলিউডের দেশি গার্ল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.