সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস নিরাময়ে এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ব্যবহারের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে চীন। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অ্যাবভিআই ইঙ্ক’ এর দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’।
নর্থ শিকাগোর ইলিনয়ভিত্তিক অ্যাবভিআইয়ের মুখপাত্র অ্যাডেল ইনফ্যান্ট জানান, এই সঙ্কট মোকাবিলায় সরকারকে সহায়তা করার জন্য ওষুধটি পেতে অনুরোধ জানিয়েছে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ।
করোনাভাইরাস প্রতিকারে গত বৃহস্পতিবার চীন সরকার কর্তৃক প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, করোনোভাইরাসের চিকিৎসায় কোনো কার্যকর অ্যান্টি-ভাইরাস বা ওষুধ নেই। তবে দিনে দুই বার লোপিনাভির বা রিটোনাভির ট্যাবলেট গ্রহণ এবং দুই বার নেবুলাইজড আলফা-ইন্টারফেরনের একটি ডোজ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। লোপিনাভির এবং রিটোনাভির সংমিশ্রণে তৈরি হয় অ্যালুভিয়া যা কালেট্রা নামেও পরিচিত।
প্রসঙ্গত, চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.