চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহুল হোসেন নান্নু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সে চৌগাছা পৌর এলাকার মডেল প্রাইমারি স্কুলপাড়ার মালয়েশিয়া প্রবাসী শাহ জামালের ছেলে ও হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে নান্নু তার বন্ধু দীঘলসিংহা গ্রামের নিলয়ের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নেয়। বেলা দুইটার দিকে নান্নু তার আরেক বন্ধু একই স্কুলের দশম শ্রেণির ছাত্র জীবনকে (১৫) সঙ্গে নিয়ে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল। বেড়গোবিন্দপুর বাঁওড়ের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আসিফ রায়হান স্কুলছাত্র নান্নুকে মৃত ঘোষণা করেন।
আহত জীবন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার দীঘলসিংহা গ্রামের মিল্টন হোসেনের ছেলে।
নিহত নান্নুর মা রাজিয়া খাতুন ডিভাইন গার্মেন্টসের কর্মী।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই সুমন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.