যশোরে আনসার সদস্য হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি জুয়েল (২৯) ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আনসার সদস্য হোসেন আলী হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে প্রধান আসামি জুয়েলকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে মুন্নাকে ধরতে গেলে মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করলে জুয়েল গুলিব্দ্ধি হয়ে মারা যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২টি গুলি উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সকাল ১১টার দিকে হাশিমপুর বাজারে প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.