Take a fresh look at your lifestyle.

দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত !

Get real time updates directly on you device, subscribe now.

গোপালগঞ্জ সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের সময় সাবেক ইউনিয়ন পরিষদ  সদস্যের গুলিতে রনি শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রনি শেখ বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার শেখের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ বংশের নতুন শেখকে ৪ থেকে ৫ দিন আগে মোল্লা বংশের রহিম ও ভুলু মোল্লা মারধর করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছুড়লে রনি শেখ ঘটনাস্থলেই মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক  সদস্য আজিজুর শেখ গুলি ছুড়লে রনি শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: