শিল্পা শেঠি ও তার বোন শমিতা শেঠি পা দিয়েছেন ৪১-এ। আর এই জন্মদিনে তাঁর সঙ্গে জমিয়ে নাচলেন দিদি। হু হু করে ভাইরাল হয়ে যায় দুই বোনের সেই ভিডিও।
সম্প্রতি শিল্পা এবং শমিতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই, দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। যেখানে ‘পহেলা ন্যাশা’-র ধুনে শেঠি বোনদের নাচতে দেখা যায়। জন্মদিনের পার্টিতে আসা অতিথিরাও প্রশংসা করতে করেন তাদের।
মহাব্বতে, জেহর-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও, বলিউডে সেভাবে পসার জমাতে পারেননি শিল্পা শেঠির বোন শমিতা শেঠি। সম্প্রতি তাঁকে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চেও দেখা যায়।
এদিক ছেলে ভিয়ানের জন্মের পর বলিউড থেকে বেশ কিছুদিন সরে থাকতেই দেখা যায় শিল্পা শেঠিকে। জিম, রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গেলও, বড় পর্দায় সেভাবে দেখা যায়নি শিল্পাকে।
‘হাঙ্গামা টু’ এর মাধ্যমে আবার ফিরছেন শিল্পা। এটিতে তার বিপরীতে আছেন পরেশ রাওয়াল। সম্প্রতি হাঙ্গামা টু-এর পোস্টারও মুক্তি পেয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.