নুসরাত ফারিয়া মানেই আলোচনা। তা সে হোক সিনেমায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় পেলেই তিনি ভক্তদের জন্য নানা রকম ছবি ও ভিডিও প্রকাশ করেন।
গত শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে খোলামেলা একটি সেলফি পোস্ট করেন তিনি। আর এরপরই ছবিটিতে লাইক আর কমেন্টের ঝড় বয়ে যায়। ৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা নতুন সেলফিতে দেখা গেছে বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি একেবারে।
এদিকে অভিনেত্রীর ছবিটি দেখেই এতে হামলে পড়েন তার ফ্যান-ফলোয়ারেরা। অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকের। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য বকেও দিচ্ছেন। কেউ কেউ রসিকতা ছড়িয়েছেন আজকের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে। এদিকে ফেসবুকের নানা গ্রুপে ফারিয়ার ঐ ছবি নিয়ে শুরু হয়েছে ট্রোল। আর সেই সব গ্রুপের বিভিন্ন পোষ্ট শেয়ার করে ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, দিনটাই চাঙা করে দিলো।
দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর দুই বাংলার বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে। বলিউড তারকা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করবেন এমন ঘোষণা দিয়ে আলোচিত হন নুসরাত ফারিয়া।
Comments are closed, but trackbacks and pingbacks are open.