ভারতের রাজধানী নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ভেতরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ২৫ বছর বয়সী গাড়িচালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দূতাবাসেরই গাড়িচালক।
আজ বৃহস্পতিবার দ্য ইকনোমিস্ট টাইমস এই খবর প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনাটি ঘটে। পরদিন অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করে নয়াদিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এইশ সিংহাল জানান, ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ধারণা করেছিলেন বিষয়টি শিশু তার পরিবারকে জানাবে না।
পুলিশ জানায়, শিশুটির বাবা দূতাবাসে হাউসকিপিং কর্মী হিসেবে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে দূতাবাসের ভেতরেই বসবাস করেন। আর গাড়িচালক অভিযুক্তের বাবা দূতাবাসের কর্মী। তিনিও বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন।এদিকে অভিযুক্ত ব্যক্তি মার্কিন দূতাবাসের কর্মী নয় জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত এই অভিযোগের বিষয়টি আমাদের যথেষ্ট উদ্বিগ্ন করেছে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি এবং পুলিশকে জানিয়েছি। সেইসঙ্গে আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করছি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.