Take a fresh look at your lifestyle.

স্কুলের ছেলেমেয়েদের খেলাধুলাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার

Get real time updates directly on you device, subscribe now.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে দূরে রেখে আমাদের শিশু-কিশোরদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সরকার স্কুলের ছেলেমেয়েদের জন্য খেলাধুলাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আমাদের শিশুকিশোররা অত্যন্ত মেধাবী। সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে চাই। খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি !

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সংস্কৃতিচর্চা একান্তভাবে প্রয়োজন। খেলাধুলাচর্চার মধ্য দিয়ে চরিত্র গঠন, সুস্বাস্থ্য গঠন ও মেধার বিকাশ ঘটাতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যাতে সুপ্ত মেধা বিকাশের সুযোগ পায় এবং তাদের মনও উদার হয়। সবচেয়ে বড় কথা দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসে।

ফুটবল খেলার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা হচ্ছে বাস্তবতা। ফুটবল সামনে এগিয়ে যাক এটাই আমরা চাই।

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: