প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে দূরে রেখে আমাদের শিশু-কিশোরদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সরকার স্কুলের ছেলেমেয়েদের জন্য খেলাধুলাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, আমাদের শিশুকিশোররা অত্যন্ত মেধাবী। সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে চাই। খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সংস্কৃতিচর্চা একান্তভাবে প্রয়োজন। খেলাধুলাচর্চার মধ্য দিয়ে চরিত্র গঠন, সুস্বাস্থ্য গঠন ও মেধার বিকাশ ঘটাতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যাতে সুপ্ত মেধা বিকাশের সুযোগ পায় এবং তাদের মনও উদার হয়। সবচেয়ে বড় কথা দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসে।
ফুটবল খেলার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা হচ্ছে বাস্তবতা। ফুটবল সামনে এগিয়ে যাক এটাই আমরা চাই।
Comments are closed, but trackbacks and pingbacks are open.