দেশ প্রতিবেদক : প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, জীবন বিমা কর্পোরেশনের ম্যানেজার দিলীপ কুমার রায়, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স-এর ভিপি জিন্নাতুন নাহার।
দেশদর্পণ/আহা/ওন/ম
Comments are closed, but trackbacks and pingbacks are open.