খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
এদের মধ্যে একই পরিবারের চারজন, এক বিজিবি সদস্য ও এক গ্রামবাসী রয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ লাইনের জন্য কাটা পড়া গাছের টুকরা ট্রলিতে করে নিয়ে যাচ্ছিলেন আহমদ আলী। গাজীনগর এলাকায় বিজিবির পলাশপুর জোনের একটি টহল দল ট্রলি আটকে জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডতার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিজিবি সদস্য শাওন, সাহাব মিয়া, আহমদ আলী ও আলী আকবর নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মফিজ মিয়া মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ‘এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার ও বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধিকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা যাবে না। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
দেশদর্পণ/আহা/জাগ/ম
Comments are closed, but trackbacks and pingbacks are open.