প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে ভারতের বারানসীতে এক মন্দিরে বিশ^নাথ মন্দিরে রাখা দেবতা মূর্তির মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন সেখানকার পুরোহিত। এছাড়া ভক্তদের ওই মূর্তি না স্পর্শ করার আহ্বানও জানানো হয়েছে। কারণ ওই পুরোহিত করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন।
গত সোমবার মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, করোনা ভাইরাস পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ^নাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। যেমন- আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।
আরও পড়ুন:
এ সময় আনন্দ পান্ডে আরো বলেন, যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে তাই আমরা মানুষদের এই মূর্তি স্পর্শ না করতে বলেছি। যদি মানুষ এই মূর্তি স্পর্শ করে তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এতে আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে। ওই মন্দিরে প্রার্থনার সময়েও ভক্ত এবং পুরোহিতরা মাস্ক পরে প্রার্থনা করেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৪৭ জন আক্রান্ত হয়েছেন।
দেশদর্পণ/দেপ
Comments are closed, but trackbacks and pingbacks are open.