করোনাভাইরাসের কারণে আগামী ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১১ মার্চ) ভারতের মন্ত্রিসভার এক আলোচনার পর ই-ভিসাসহ সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। শুক্রবার (১৩ মার্চ) থেকে এ নির্দেশ কার্যকর হবে।
ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ রোগের বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার দেশটিতে ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে। ১২ মার্চ বা তার আগে ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া বৈধ ভিসা আগামী ১৩ মার্চ সকাল ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। আর ১৩ মার্চ থেকে কোনো নতুন ভিসা দেওয়া হবে না।
তবে এই সময়ের মধ্যে যদি কোনো বিদেশির ভারতে যাওয়া ‘বিশেষ’ প্রয়োজন হয় তবে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।
দেশদর্পণ/রাই
Comments are closed, but trackbacks and pingbacks are open.