করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে টুইটার পোস্টে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা অ্যান্ডি স্লাভিট।
শুক্রবার (১৩ মার্চ) টুইটার পোস্টে তিনি লিখেছেন, বর্তমানে বিশেষজ্ঞরা ধারণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষ প্রাণ হারাতে পারেন।
অ্যান্ডি স্লাভিট বারাক ওবামার শাসনামলে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেয়ার ও মেডিকেড সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করতেন।
আরও পড়ুন:
তিনি আরো লিখেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধ করা যায়নি এবং এমনকি আমরা এই রোগের আক্রান্ত হয়েছি কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনো পরীক্ষা করতেও পারছি না।
মার্কিন স্বাস্থ্য বিভাগের সাবেক এই কর্মকর্তা আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টিকে প্রথমে অস্বীকার করেই পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে গেছেন।
স্লাভিট বলেন, নিয়ন্ত্রণ করার মতো একটি বিষয় এখন আমেরিকার স্বাস্থ্যসেবার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হতে যাচ্ছে।
দেশদর্পণ/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.