ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সচিন টেন্ডুলকার। আর এই স্টারের মেয়ে সারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভাইরাল হন সামাজিক মাধ্যমে। কিন্তু সারার সাধারণ জীবনযাপনের বিষয়ে কোনো কি ধারণা রয়েছে আপনাদের?
সারা গ্ল্যামার ও সামাজিক মাধ্যম থেকে অনেক দূরে, একদম সাধারণ জীবনযাপন করেন। এমনিতে সারা একদমই সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ নন। তবে সারার ছবি সামাজিক মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে সবার মন জয় করে নেয়। সারা টেন্ডুলকারের বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কালো আউটফিটে দেখা যাচ্ছে সারাকে এই ছবিতে।
সারা তার নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, “সামাজিক দূরত্ব আমাকে ২০১৯ এর স্ক্রলিং এ পৌঁছে দিয়েছে।” সারা এখন নিউইয়র্কে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। আর তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তাঁর। ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে সারা গ্ল্যামারের দুনিয়া থেকে অনেক দূরে থাকেন।
সচিন এবং অঞ্জলি টেন্ডুলকারের ঘরে ১৯৯৭ সালে তাঁর জন্ম হয়। ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর এখন লন্ডনে নিজের পড়াশোনা শেষ করছেন সারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.