বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মা হতে যাচ্ছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই সুখবর দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘আমরা তিন জন হতে যাচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতে নতুন মানুষ আসছে।’
আনুশকার শেয়ার করা ছবিটিতে তার গর্ভাবস্থা স্পষ্ট। পেছনে হাস্যোজ্জ্বল ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
ছবিতে কালো পোলকা ডটেড ড্রেসে হাসিমুখে দাঁড়িয়েছেন আনুশকা। কিছু দিন আগেই একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে উঠেছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সেই সময়ে খবরটি ধামাচাপা পড়ে গেলেও এবার আর কোনও দ্বিধার প্রশ্নই নেই।
অন্যদিকে বর্তমানে দুবাইয়ে আইপিএল খেলার জন্য গেছেন বিরাট কোহলি। অতএব অনুমান করাই যেতে পারে, তার দুবাই পাড়ি দেওয়ার আগেই তোলা হয়েছে ছবিটি।
আনন্দের খবরটি জেনে ভক্তরা বেজায় খুশি। আনুশকার পোস্টে একঘণ্টায় লাইক পড়েছে ১৭ লাখের বেশি। পাশাপাশি বলিউড ও দক্ষিণী ছবির তারকারা এই দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন। ভারতের ক্রীড়াঙ্গন থেকেও এসেছে অভিনন্দন বার্তা।
২০১৭ সালের ডিসেম্বর ইতালিতে বিয়ের বন্ধনে জড়ান বিরুশকা। তিন বছর পর অবশেষে সংসার বড় হচ্ছে তাদের।
আগস্ট ২৮, ২০২০ at ২০:৪৫:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আক/বাআ/এনআফটি
Comments are closed, but trackbacks and pingbacks are open.