গত ২৪ ঘণ্টায় যশোরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন। করোনা আক্রান্ত হয়ে আজ মারা গেছেন একজন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭৭৬ জনে।
আজ সোমবার সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় যবিপ্রবির জিনোম সেন্টারে ৭১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৪ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের নমুনা পরীক্ষা করে একজন। ৬২ জনের অ্যান্টিজেন্ট পরীক্ষায় ৬২ জন, এবং জিন অ্যাক্সপার্ট ১৫ জনের পরীক্ষায় ছয় করোনা শনাক্ত হয়। সবমিলে এদিন করোনা পরীক্ষা করা হয়েছে ৮০০ জনের। যাদের মধ্যে পজিটিভ হয়েছেন ৪৫৪ জন।c
গত ২৪ ঘন্টায় যশোরে সদরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন। এছাড়া কেশবপুরে ১৯ জন, ঝিকরগাছায় ৩৮ জন অভয়নগর ৫৭ জন, মণিরামপুরে ২২ জন, বাঘারপাড়ায় ছয়জন, ও শার্শায় ৩৩ জন ও চৌগাছায় ১৫ জনের পজিটিভ হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.