মোটা,মোটা বলে অনেক কথাই শুনতে হয়েছে অপু বিশ্বাসকে। কাজ পাওয়া নিয়েও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। তবে ধীরে ধীরে নিজেকে বদলে নিচ্ছেন এ চিত্রনায়িকা। মন দিয়েছেন শারীরিক গড়ন ঠিক রাখার মিশনে। এরই মধ্যে অনেকটা ওজন কমিয়ে এনেছেন।
খাদ্য তালিকা পরিবর্তনের পাশাপাশি নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস। তারই ঝলক দেখা যায়, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়। জিমে গিয়ে কখনো একা, কখনো বা ছেলে জয়কে নিয়ে ছবি পোস্ট করেন এই নায়িকা।
রবিবার সকালে কালো পোশাকে কিছু ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু। সেখানে মেকাপহীন অপু উষ্ণতা ছড়িয়েছেন। যা বেশ মনে ধরেছে নেটিজেনদের। এই মুহূর্তে অপু বিশ্বাস বেশ কিছু সিনেমায় কাজ করছেন।
সম্প্রতি শেষ করেছেন ‘ছায়াবৃক্ষ’ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’সিনেমা।
সর্বশেষ এই নায়িকার ‘প্রিয় কমলা’নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিনেমায় অপুর নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.