Take a fresh look at your lifestyle.

প্রবাসীদের চাকরি নিয়ে টানাটানি

Get real time updates directly on you device, subscribe now.

ভ্যাকসিন নিতে নিবন্ধনের প্রথম দিনেই অব্যবস্থাপনার শিকার হাজার হাজার প্রবাসী কর্মী। সার্ভার জটিলতার কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে নিবন্ধন কার্যক্রম শুরুই করা যায়নি। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে অনেকের বিদেশযাত্রা। কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ঘোষণা অনুযায়ী প্রবাসীদের টিকা কার্যক্রমের আওতায় আনতে প্রতি জেলায় জনশক্তি অফিসে শুক্রবার থেকে রেজিস্ট্রেশনের সময় দেয় সরকার।

শুক্রবার (২ জুলাই) সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি সার্ভারে দেখা দেয় জটিলতা। পাসপোর্ট ও ভিসার কপি দিয়ে সার্ভারে নিবন্ধনের জন্য ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করার সময় স্থগিত হয় সার্ভারের কার্যক্রম। শুরু হয় উপস্থিত বিদেশগামীদের হট্টগোল।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সার্ভার সচল হওয়া সাপেক্ষে আজ শনিবার থেকে সৌদি এবং কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিবন্ধনের ব্যবস্থা করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম বলেন, সবাই যদি একদিনে আসেন তাহলে কাজ হবে না। এজন্য আমরা একটা শিডিউল করে দিচ্ছি। এরফলে কুয়েত ও সৌদিগামী যারা আছেন রিটার্নিং, তারা আগে আসবেন। বাকিরা পরে আসবেন। এছাড়াও ঢাকা এবং গাজীপুর জেলার প্রবাসীদের ইস্কাটনে এসে নিবন্ধন করতে হবে, অথবা প্রবাসী অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। এছাড়া দেশের নিজ নিজ জেলা থেকে প্রবাসীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

টিকা নিবন্ধন করতে আসা এক প্রবাসী কর্মী বললেন, বিএমইটির (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) রেজিস্ট্রেশন আরো এক মাস মেয়াদ আছে। টিকা নিবন্ধন করতে আসলে, এখান থেকে জানানো হলো, যাদের বিএমইটির রেজিস্ট্রেশন আছে তারা চলে যান। অব্যবস্থাপনার শিকার প্রবাসী কর্মীরা বলেন, এখানে এসে দেখলাম অফিসের কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই। একজনের কাছে গেলে অন্যজনকে দেখিয়ে দেন। সে আবার আরেকজনের কাছে যেতে বলেন। স্পষ্ট করে বলছেন না, কি করতে হবে। তারা বলছেন, অনেকেরই ভিসার মেয়াদ আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মতো আছে। এখন যদি গন্তব্যে যেতে না পারে, তাহলে তাদের চাকরি থাকবে না।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মো. জহিরুল আলম মজুমদার বলেন, এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের নগদ বা বিকাশে (মোবাইল ব্যাংকিং) সরকারের নির্ধারিত ফি পরিশোধ করার কথা। সার্ভারের জটিলতা সমাধানে আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, তাদের অবহিত করেছি। ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রূপা বলেন, আমাদের ফেসবুকে পেজ ও ওয়েবসাইটে বলা আছে আজ শনিবার শুধু যারা দোহার উপজেলার তারাই আসবেন। আমরা তারিখ অনুযায়ী ভাগ করে দিয়েছে। ঢাকা জেলার কোন কোন উপজেলা, এরপর সিটি করপোরেশন এলাকা কবে কখন নিবন্ধন করা হবে। সার্ভার জটিলতা কেটে গেলে কুয়েত ও সৌদি প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধনের সুযোগ দেয়া হবে বলে জানায় জনশক্তি অফিস। এ ছাড়াও প্রবাসী অ্যাপেও নিবন্ধন করা যাবে।

এদিকে, সিলেটে সকাল ৯টা থেকে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভিড় করেন প্রবাসীরা। অফিসের প্রধান ফটক বন্ধ দেখে অনিশ্চয়তায় পড়েন দূর-দূরান্ত থেকে আগতরা। কর্মকর্তারা অফিস খোলেন সকাল ১১ টার দিকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া প্রবাসীরা।, সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ থেকে আগত দুই বিদেশ গমনেচ্ছু নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রবাসীরা যেন মানুষের কাতারে পড়ি না। সকাল থেকে একটা অফিসে এসে প্রতীক্ষায় থেকে মানুষ হিসেবে ন্যূনতম মূল্যায়ন পাচ্ছি না। বিদেশে গিয়ে আমরাই তো রেমিটেন্স পাঠাই। কিন্তু দেশে এসে আমাদের চেয়ে অসহায় কেউ থাকে না। সকাল ৯টায় রেজিস্ট্রেশন শুরুর কথা থাকলেও ১১টায়ও অফিস বন্ধ ছিল।

সরকারি ওই দফতরের প্রধান ফটকের গেট বন্ধ থাকায় বৃষ্টির মধ্যেও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রবাসীরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে লাইনে না দাঁড়িয়ে ভিড় করছেন ফটকের কাছে। কঠোর লকডাউনে অনেককেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হয়েছে। তবে তাদের প্রয়োজনের তাগিদ বুঝে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বহনকারী যানবাহনে আসতে দিয়েছে। এ বিষয়ে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন বলেন, আমরা যথাসময়েই অফিসে এসেছি। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে রেজিস্ট্রেশন কাজ শুরুতে দেরি হচ্ছিল।

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: