ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে পরপর দুইদিন বন্ধ ছিল রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। সবপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে নিউ মার্কেটের বিপণিবিতানগুলো খুলে দেওয়া হবে।
বুধবার (২০ এপ্রিল) গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের নেওয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। বৈঠকে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটসহ এর আশপাশের সব দোকানপাট খুলে দেওয়া হবে। আর ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে তিনি বলেন, ছাত্রদের দাবিগুলোর প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের প্রায় সবগুলো দাবিই যৌক্তিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো মানা হয়েছে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে শিগগিরই একটি মনিটরিং সেল গঠন করা হবে।
তিনি বলেন, টানা দুদিনের সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, একজন মারাও গেছেন। আহত-নিহতদের পরিবারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করবে। একই সঙ্গে তাদের আর্থিক সহযোগিতাও দেওয়া হবে।
বৈঠকে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছাত্রদের করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা আসলেই দুঃখজনক। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, একজন মারাও গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
তিনি বলেন, ছাত্রদের অনেকগুলো যৌক্তিক দাবির কথা আজকের বৈঠকে উঠে এসেছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। পুলিশ বাহিনীর বিরুদ্ধে ছাত্ররা যে অভিযোগ করেছেন, সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এপ্রিল ২১.২০২২ at ১১:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.