ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এ মৌসুমে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছোটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার ফর্মের তুঙ্গে আছেন। প্রতি ম্যাচেই দেখা পাচ্ছেন রানের। আজ (২১ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। সাইফ হাসানকে টপকে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ রানে মালিক এখন বিজয়।
আজ রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে এ মৌসুমের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন বিজয়। ব্যক্তিগত ১০ রান করার পর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এখন এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এই ডানহাতি ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় ৫৩ রানে ব্যাট করছেন বিজয়। মৌসুমে তার ব্যাট থেকে এসেছে সাকুল্য ৮৫৮ রান।
বিজয় পেছনে ফেলেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪ সাইফ।
এবারের ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী বিজয়ের।। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৬টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এপ্রিল ২১.২০২২ at ১৬:১৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.